লস এঞ্জেলেস

গ্যারান্টেড ইনকাম প্রোগ্রামের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে

লস এঞ্জেলেস কাউন্টির গ্যারান্টেড ইনকাম প্রোগ্রামের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে বুধবার (১৩ এপ্রিল)। এই প্রোগ্রামের আওতায় ১০০০ বাসিন্দাকে ৩ বছরের জন্য ১ হাজার ডলার করে ভাতা দেওয়া হবে। আবেদন করতে হলে আবেদনকারীকে সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। একক আবেদনকারীর ক্ষেত্রে বছরে গৃহস্থালী আয় হতে হবে ৫৬ হাজার ডলার এবং চার সদস্যের পরিবারের জন্য আয় ৯৬ হাজার ডলার। বাসিন্দারা ডেবিট কার্ডের মাধ্যমে প্রতি মাসে টাকা পাবেন এবং এই টাকা খরচে কোনো শর্ত আরোপ থাকবে না। লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার এই প্রস্তাবনাটি অনুমোদন করেন। প্রস্তাবনাটি প্রথম রাখেন মিচেল এবং সুপারভাইজার শেইলা কুহেল। প্রস্তাবনায় জনস্বাস্থ্য বিষয়ক দারিদ্র এবং অর্থনৈতিক বিষয়গুলো যুক্ত করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম