লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু, গুরুতর আরেক শিশু

লস এঞ্জেলেস কাউন্টির লেক হিউজেস এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রাতে তাদের পানি থেকে উদ্ধার করা হয়। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হেলিকপ্টার যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা ছেলে শিশুকে মৃত বলে ঘোষণা করেন। মেয়ে শিশুটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শারীরিক অবস্থা এখনও অনিশ্চিত। কর্তৃপক্ষ জানায়, লেক হিউজেস রোডের ৪৩০০০ ব্লকের কাছে সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, শিশু দুইটির বয়স ৩ থেকে ৪ এর মধ্যে। দুর্ঘটনার সময় শিশুদের সাথে অন্য কেউ ছিলো কী না সেটি এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। কারো কাছে এই বিষয়ে তথ্য থাকলে (323) 890-5500 এই নাম্বারে ফোন করতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম