পিকো রিভেরায় পরিবারের পোষা কুকুরের আক্রমণে তিন নারী ও এক শিশু আহত হয়েছে। আক্রমণ থেকে বাঁচতে কুকুরটিকে হত্যা করতে বাধ্য হয় পরিবারটি।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, রবিবার রাতে পুলিশ কুকুর আক্রমণের রিপোর্ট শুনে পিকো ভিস্তা রোড এবং হোমব্রুক স্ট্রিটের এক বাড়িতে যায় পুলিশ।
পুলিশ জানায়, বাড়ির ১ বছর বয়সী শিশু কান্না শুরু করলে পিটবুল জাতের কুকুরটি আক্রমণ করে বসে। পরে বাড়ির অন্যেরা এগিয়ে গেলে তাদেরকেও আক্রমণ করে কুকুরটি।
শিশুটির কাঁধে ফ্র্যাকচার হয়েছে। একই সাথে বাম পায়ে, কাঁধে এবং কানে কামড়েছে কুকুরটি।
পরে শিশুটির মা বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আটক করে বসে কুকুর। শিশুটির মায়ের ঠো৬৬টে এবং চোখের কাছে কুকুরটি কামড় বসায়।
এলএবাংলাটাইমস/ওএম