ম্যাক্সিকার দুই ডজনের বেশি সন্দেহভাজন মাফিয়া ও তাদের সহকারীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। অরেঞ্জ কাউন্টির স্ট্রিট গ্যাং লিডারদের লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের অর্গানাইজ ক্রাইম অ্যান্ড গ্যাং স্টেশনের প্রধান ডেভিড জ্যাফে জানান, ‘সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং এর আশেপাশের এলাকায় যারা দীর্ঘদিন ধরে সহিংসতা ও পাচারের সাথে জড়িত আছে, তাদের সম্মিলিত কাজের মাধ্যমে আটক করা হয়েছে’।
২০১৮ সালে ম্যাক্সিকান গডফাদার পিটার অজেদা মৃত্যুবরণ করার পর ক্ষমতা নিয়ন্ত্রনে আনতে অন্যান্য গ্যাংগুলো তাদের সহিংস কার্যক্রম বাড়িয়ে দেয়।
এলএবাংলাটাইমস/ওএম