লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনার নতুন লোন প্রোগ্রাম চালু

প্রথমবারের মতো বাড়ির ক্রেতাদের জন্য শূন্য শতাংশ হারে লোন প্রোগ্রাম ঘোষণা করেছে ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষ। এপ্রিল মাস থেকে এই লোন প্রদান শুরু হয়েছে। এই প্রোগ্রামটিকে বলা হচ্ছে ফরগিভেবল ইকুইটি বিল্ডার লোন। এর মাধ্যমে বাড়ির ক্রয়ের মূল্য ১০ পর্যন্ত মওকুফও করা যাবে। গভর্নর গেভিন নিউসাম জানান, 'আবাসন সংকট নিরসনে আমাদের কাছে যতো উপায় আছে, এর সব আমাদের ব্যবহার করতে হবে'। ক্যালিফোর্নিয়া হাউজিং ফাইন্যান্স এজেন্সি আরও জানান, নতুন বাড়ির ক্রেতা যদি এই বাড়িতে পাঁচ বছর থাকে, তবে তাদের জুনিয়র লোন পরিশোধ করতে হবে না। এজেন্সিটি জানায়, তবে কেউ যদি পাঁচ বছরের কম সময় বাড়িতে থাকে, তবে তাকে লোনের একটি অংশ পরিশোধ করতে হবে। এছাড়া লোনের হার শূণ্য শতাংশ বলে জানায় সংস্থাটি। লোন পাওয়ার শর্তাবলী- ১) প্রথমবার বাড়ির ক্রেতা ২) প্রাইমারি রেসিডেন্স হিসেবে বাড়িটির ব্যবহার ৩) হোমবায়ার এডুকেশন কাউন্সিলিং সম্পন্ন করা এবং হোমবায়ার কাউন্সিলিং অর্গানাইজেশন সার্টিফিকেট গ্রহণ। এলএবাংলাটাইমস/ওএম