বৃহস্পতিবার ভোররাতে (০৫ মে) লস এঞ্জেলেসে ফেন্টানিল ওভারডোজে ৩ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
পুলিশ জানায়, ১টা ১৫ মিনিটের দিকে ভুক্তভোগীদের একজনের স্ত্রী পুলিশকে ফোন করে অনুরোধ করে তাঁর স্বামীর খোঁজ নিতে।
পুলিশ সাউথ স্প্রিং স্ট্রিটের ৬০০ নং ব্লকে অবস্থিত ভবনটিতে তদন্তের জন্য যায়। সেখানে তাঁরা অচেতন অবস্থায় ৩ জন ব্যক্তিকে খুঁজে পায়। পরবর্তীতে, লস এঞ্জেলেস কাউন্টির দমকল বাহিনী এসে তদন্ত করে ৩ জনকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, ফেন্টানিলের অভারডোজের কারণেই ৩ জনে মৃত্যু ঘটেছে।
ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার ফেন্টানিল এক্সপোজারের কারণে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সে সুস্থ আছে।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের অভারডোজের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নীরব মহামারীর মত ফেন্টানিল অভারডোজে মানুষ মারা যাচ্ছে। শীঘ্রই এই ‘মহামারীর’ মোকাবেলা না করা গেলে, অচিরেই মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ