লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার বিরাজ করবে মৃদুমন্দ আবহাওয়া

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার আবহাওয়া থাকবে শীতল, সকাল থাকবে মেঘাচ্ছন্ন। একই সাথে তাপমাত্রা বিরাজ করবে ৬০ থেকে ৭০ ডিগ্রী ফারেনহাইটে। লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টির আকাশ সকালে মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথেসাথে সূর্যের দেখা মিলবে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৬৮ ডিগ্রী ফারেনহাইটে। বুধবারেও একই পরিস্থিতি বিরাজ করতে পারে। দ্য ভ্যালি এবং ইনল্যান্ড এম্পায়ারের মঙ্গলবার শুরু হতে পারে বৃষ্টিস্নাত সকালের মধ্য দিয়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে এবং ৭১ ডিগ্রী ফারেনহাইটে পৌঁছাবে। বুধবার সকালেও সেখানের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৭০ ডিগ্রী ফারেনহাইটে। সমুদ্র সৈকত এলাকাতেও মঙ্গলবার শীতল আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা থাকবে ৬০ ডিগ্রী ফারেনহাইটের মধ্যে। বুধবারেও একই রকম আবহাওয়া বিরাজ করবে। পাহাড়ি এলাকায় ঝড়ো বাতাস বয়ে যাবে এবং হালকা সূর্যের আলোও দেখা যাবে। বিকালের তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৪৯ ডিগ্রী ফারেনহাইট। রাতে সেটি কমে হবে ৩৪ ডিগ্রী ফারেনহাইট। মরুভূমি এলাকায় মঙ্গলবার রোদ উঠবে এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ৬৭ ডিগ্রী ফারেনহাইটে। বুধবার বাতাস থাকবে ঝড়ো এবং আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল।

এলএবাংলাটাইমস/ওএম