লস এঞ্জেলেস

শিশুকে হত্যার মায়ের আত্মহত্যা, গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার

স্যান বার্নার্ডিনো কাউন্টিতে গাড়ির ভিতর থেকে এক নারী ও ২ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) পুলিশ এই তথ্য জানিয়ে বলে, এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, রবিবার দুপুরে বেকার এলাকার ১৫ স্ট্রিটে একজন পার্ক রেঞ্জার একটি গাড়ির ভেতর অচেতন অবস্থায় এক নারী ও শিশুকে দেখতে পায়।   পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ওই নারী ও শিশুকে মৃত বলে ঘোষণা করে। পরে তদন্তকারীরা জানতে পারে যে মৃত নারী ও শিশু সম্পর্কে মা ও সন্তান। মৃত মেয়ের নাম এলমা মলিনা (৪৬) এবং ২ বছরের শিশুটির নাম এরিক ভিলারিয়াল। তারা গত মে মাসের ৭ তারিখ থেকে লাস ভেগাস থেকে নিখোঁজ ছিল। দ্য শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, ‘ঘটনাস্থল তদন্ত করে ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে যে মলিনা ভিলারিয়ালকে গুলি করে হত্যা করেছে এবং এরপর নিজে আত্মহত্যা করেছে’।   এই বিষয়ে এর বেশি কোনো তথ্য পাওয়া যায়নি। কারো কাছে এই বিষয়ে কোনো তথ্য থাকলে 909-387-3589 এই নাম্বারে জানাতে অনুরোধ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম