লস এঞ্জেলেস

করোনা বিষয়ক বৈঠকে বক্তব্য রাখবেন বাইডেন

বৃহস্পতিবারে (১২ মে) প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজ কর্তৃক আয়োজিত করোনা বিষয়ক বৈঠকে বক্তব্য রাখবেন। উক্ত বৈঠক করোনা দ্বারা বিপর্যস্ত দরিদ্র দেশগুলোতে  ধণী দেশগুলোর সাহায্য বৃদ্ধি করার উদ্দেশ্যে ডাকা হয়েছে। বাইডেন উচ্চ-মধ্য আয়ের এবং উচ্চ আয়ের দেশগুলোকে আহ্বান করেছেন যাতে তাঁরা প্যাক্সোলিভের মত করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধের জন্য ২ বিলিয়ন এবং অক্সিজেন সাপ্লাইয়ের জন্য ১ বিলিয়ন ডলার দান করে। হোয়াইট হাউজ জানায়, উচ্চ আয়ের দেশগুলোর সাহায্যের মাধ্যমে অন্নুনত দেশগুলো করোনা মোকাবিলা করতে সক্ষম হবে। বৃহস্পতিবারের বৈঠকটি করোনাভিত্তিক দ্বিতীয় বৈঠক । এর পূর্বে ২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ