লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে পানি ব্যবহারের ক্ষেত্রে আসছে নতুন বিধিনিষেধ

মঙ্গলবার (১০ মে) থেকে লস এঞ্জেলেসের ডিপার্টমেন্ট অফ ওয়াটার এন্ড পাওয়ারের গ্রাহকদেরকে পানি ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধি-নিষেধের সম্মুখীন হতে হবে। সংস্থাটি জানিয়েছে যে তাঁরা তাদের ৬ লাখ ৮১ হাজার গ্রাহকদের দ্বারা অপচয়কৃত পানির পরিমাণ কমানোর চেষ্টা করবে। বিগতমাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়া মেট্রোপলিটন ওয়াটার ডিস্ট্রিক্ট পানিশূন্যতা ঘোষণা করেছে এবং সবাইকে সপ্তাহে একদিন তাদের বাগানে পানি দেওয়ার আদেশ দিয়েছে। এরপর থেকেই লস এঞ্জেলেসের একাধিক পানি বিষয়ক সংস্থা তাদের গ্রাহকদের দ্বারা অপচয়কৃত পানির পরিমাণ কমানোর জন্য একাধিক বিধি-নিষেধ জারি করেছে।  মেট্রোপলিটন ওয়াটার ডিস্ট্রিক্ট কলোরাডো নদী এবং রাজ্যের পানি প্রকল্পের পানি ব্যবহার করে ১৯ মিলিয়ন মানুষকে বা রাজ্যের জনসংখ্যার ৪০ শতাংশকে পানি সরবরাহ করে। লস এঞ্জেলেসের মেয়র এরিক গার্সেত্তি সকাল ৮টা ৩০ মিনিটে একটি নতুন আদেশের ঘোষণায় লস এঞ্জেলেসের ডিপার্টমেন্ট অফ ওয়াটার এন্ড পাওয়ারের  কর্মকর্তাদের সাথে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। নতুন পানি দেওয়ার নিয়ম ১ জুন থেকে কার্যকর হবে বলে আশা করা এলএবাংলাটাইমস/এমডব্লিউ