ক্যালিফোর্নিয়ায় শুরু হতে পারে এক ভয়াবহ দাবানল মৌসুম। ইতোমধ্যে অরেঞ্জ কাউন্টিতে সূত্রপাত হয়েছে দাবানল, আর রাতারাতি সেটি বেশ বড়-সড় আকারে ছড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১২ মে) ক্যালিফোর্নিয়ার ভূতত্ত্ববিদেরা জানান, এটির ছড়িয়ে যাওয়ার দ্রুততা দেখে তারা আশ্চর্য হয়ে গেছেন।
অরেঞ্জ কাউন্টির দাবানলের আগুন ল্যাগুনা নিগুয়েলে ছড়িয়ে গেছে ও মাল্টিমিলিয়ন ডলারের বাড়ি এবং ম্যানসন পুড়ে গেছে।
হ্যানফোর্ড এর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ভূতত্ত্ববিদ বিল সাউথ জানান, এবার মৌসুম খুব দ্রুততর সময়ে চলে এসেছে। সম্ভাব্য খারাপ একটি দাবানল মৌসুমের শুরু হতে পারে। এছাড়া সবাই জানে ক্যালিফোর্নিয়ায় খরা চলছে।
ইউএস ড্রাউট মনিটর বৃহস্পতিবার রিপোর্টে জানান, গত সপ্তাহে রাজ্যের এক্সট্রিম ড্রাউট সতর্কতা ৪০ থেকে ৬০ শতাংশ হয়ে গেছে। এছাড়া জানুয়ারি থেকে এপ্রিল মাসে সবচেয়ে বেশি খরা চলেছে।
ভূতত্ত্ববিদ গ্রেগ মার্টিন বলেন, 'হিউমিডিটি অনেক উচ্চ ছিল। এর ফলে এভাবে পুড়ে গেছে। গতকালের ধোঁয়া দেখে আমি বিস্মিত ও আশ্চর্য হয়ে গেছি'।
অরেঞ্জ কাউন্টি ফায়ার প্রধান ব্রায়ান ফেনেসি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই দাবানল নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে। তবে অতীতের থেকে এবারের অভিজ্ঞতা অনেক অন্যরকম।
এলএবাংলাটাইমস/ওএম