লস এঞ্জেলেসে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তবে এবার ধনীদের মধ্যে করোনা সংক্রমণের হার বেশি। এর আগের ঢেউগুলোতেও এই প্যাটার্ন লক্ষ্য করা গেছে।
লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বৃহস্পতিবার জানান, 'বর্তমানে এই ভাইরাস বিত্তবানদের মধ্যে বেশি শনাক্ত হচ্ছে এবং নিম্ন বিত্তদের মধ্যে কম ছড়াচ্ছে'।
তবে একই সাথে অপেক্ষাকৃত কম আয়ের মানুষদের মধ্যেও করোনাই এই হার বাড়ছে৷ সাধারণত করোনা ভাইরাসের প্রকোপে এই শ্রেণীই সবচেয়ে বেশি কষ্ট করে থাকে।
ফেরের বলেন, অন্যান্য বারের মতো এবারেও একটি বিত্তশালী কমিউনিটির মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে এবং এর পর সেটি কিছুটা কম স্বচ্ছলদের মধ্যে ছড়াচ্ছে।
লস এঞ্জেলেসের ৫ হাজারের বেশি বাসিন্দার ওপর গবেষণা করে দেখা গেছে, বিত্তশালী কমিউনিটিতে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেড়েছে।
লস এঞ্জেলেসের শীর্ষ দশ কমিউনিটি যেখানে ভাইরাস সংক্রমণ অনেক বেড়েছে, সেগুলো হলো- নেবারহুড অব কার্থি, র্যাঞ্চো পার্ক, প্লায়া ভিস্তা, সেঞ্চুরি সিটি, প্যাসিফিক পেলিসেডিস, শেভিয়ট হিলস, ভেনিস, হলিউড হিলস, ইউনিনকর্পোরেটেড কোস্টাল কমিউনিটি অব মেরিন ডেল রে এবং সিটি অব লা কানাডা ফ্লিনট্রিজড।
দেশের সবচেয়ে ঘনবসতি অঞ্চল লস এঞ্জেলেস কাউন্টিতে গত সপ্তাহে ২ হাজার ৮০০টি করোনা শনাক্তের হার পাওয়া গেছে। এর আগের সপ্তাহ থেকে এই হার বেড়েছে ১৮ শতাংশ।
এলএবাংলাটাইমস/ওএম