মঙ্গলবারে (১০ মে) হান্টিংটন পার্ক থেকে দেড় লাখ অক্সিকোডন এম৩০ পিল জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পিলগুলোতে সম্ভবত ফেনাটিল মিশ্রিত আছে।
লস এঞ্জেলেস শেরিফের বিভাগের এক দল এই মাদক উদ্ধার করে।
পিলের পাশাপাশি তাঁরা ৯৪ পাউন্ড মেটাফেটামিন এবং ২ কেজি ফেনাটিল উদ্ধার করে। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৩ মিলিয়ন ডলারের কাছাকাছি।
এই ঘটনায় দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডিইএ মে মাসের ১০ তারিখকে জাতীয় ফেনাটিল সচেতনতা দিবস হিসাবে ঘোষণা করেছে,
কেউ সন্দেহজনক বা অপরাধমূলক প্রকৃতির কার্যকলাপ দেখতে পেলে তাদেরকে স্থানীয় শেরিফের স্টেশনে যোগাযোগ করার অনুরোধ করা হল
এলএবাংলাটাইমস/এমডব্লিউ