লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বন্দুক হামলায় আহত ২ এবং মৃত ১

বৃহস্পতিবার দিবাগত রাতে (১২ মে) লস এঞ্জেলেসের করোনায় অবস্থিত এক এপার্টমেন্ট বিল্ডিঙয়ে বন্দুক হামলায় ২ জন আহত এবং ১ জন নিহত হয়েছে। সার্কেল সিটি ড্রাইভের ১৩০০ নং ব্লকে দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হামলাটি সংগঠিত হয়। পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছিয়ে ৩ জনকে আহত অবস্থায় পায়। ভুক্তভোগী তিনজনই যুবক। আহতদের চিকিৎসার জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা একজনকে মৃত ঘোষণা করে। বাকি ২ জনের অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। ভুক্তভোগীদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ এখনো ঘটনার তদন্ত করছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ