লস এঞ্জেলেস

মূল্যস্ফীতি মোকাবিলায় ১৮ দশমিক ১ বিলিয়ন ডলারের প্যাকেজ উত্থাপন নিউসামের

মূল্যস্ফীতির মোকাবিলা করার জন্য ক্যালিফোর্নিয়াবাসীদের সাহায্যের জন্য ১৮ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি প্যাকেজের প্রস্তাব করেছেন গর্ভনর গেভিন নিউসাম। বৃহস্পতিবারে (১২ মে) এই ঘোষণা দেন নিউসাম। প্যাকেজে প্রতি যোগ্য গাড়ির মালিকের জন্য ৪০০ ডলার রিবেট, ভাড়া প্রদানে সহযোগিতা এবং স্বাস্থ্যখাতে অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে। নিউসাম আরো জানিয়েছেন যে ক্যালিফোর্নিয়ার সর্বনিম্ন মজুরি ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে প্রতি ঘন্টায় ১৫ দশমিক ৫০ সেন্ট হিসেবে নির্ধারিত করা  হয়েছে। প্যাকেজে অর্ন্তভুক ক্ষেত্রগুলো হচ্ছেঃ - ট্যাক্স রিফান্ড হিসেবে ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার (প্রতি যোগ্য গাড়ির মালিকের জন্য ৪০০ ডলার রিবেট) - জরুরী ভাড়া সহযোগিতা হিসেবে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার - বিদ্যুৎ আর পানির বিল পরিশোধ করার জন্য ১ দশমিক ৪ বিলিয়ন ডলার - ফ্রি গনযাতায়াতের জন্য ৭৫০ মিলিয়ন ডলার - স্বাস্থ্যবীমা বর্ধিত করার জন্য ৩০৪ মিলিয়ন ডলার - ডিজেল সেলস ট্যাক্স এক বছরের জন্য বন্ধ করার জন্য ৪৩৯ মিলিয়ন ডলার - বাচ্চা পালনে সহযোগিতার জন্য ১৫৭ মিলিয়ন ডলার হাসপাতাল এবং দক্ষ নার্সিং সুবিধা কর্মীদের বোনাসের জন্য ৯৩৩  মিলিয়ন ডলার রূপরেখা দেওয়া হয়েছিল। গভর্নরের কার্যালয় বলেছে যে এটি তাদের ১৫০০ ডলার প্রদান করবে যারা করোনা  মহামারী চলাকালীন সময়ে প্রাণঝুঁকিতে থাকা রোগীদের যত্ন নিয়েছেন এবং হাজার হাজার জীবন বাঁচিয়েছেন।" এলএবাংলাটাইমস/এমডব্লিউ