লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আবারও বেড়েছে গ্যাসোলিনের গড় মূল্য

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রতি গ্যালন সেলফ-সার্ভিস গ্যাসোলিনের গড় মূল্য আবারও বেড়েছে। এপ্রিল মাসে প্রথমবারের মতো গ্যাসোলিনের মূল্য ৬ ডলার অতিক্রম করেছে। ৩ দশমিক ৮ সেন্ট বেড়ে লস এঞ্জেলেস কাউন্টিতে বর্তমানে গ্যাসোলিনের গড় মূল্য হয়েছে ৬ দশমিক ০১৩ ডলার। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস সূত্র জানায়, গত ১৮ দিন ধরে লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য বেড়েছে ২৩ দশমিক ৯ সেন্ট। এর মধ্যে শনিবার সর্বোচ্চ বেড়েছে ৫ দশমিক ৬ ডলার। মার্চ ১৯ এর পর এটিই সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।  ১ সপ্তাহ আগের থেকে মূল্য বেড়েছে ১৩ দশমিক ৮ সেন্ট, ১ মাস আগের থেকে বেড়েছে ২০ দশমিক ৪ সেন্ট, ১ বছর আগের থেকে মূল্য বেড়েছে ১ ডলার ৮৪৩ সেন্ট। তবে মার্চের ২৮ তারিখের সর্বোচ্চ মূল্যের রেকর্ড ৬ দশমিক ০৭ ডলার থেকে এখনও মূল্য ৫ দশমিক ৭ সেন্ট কম আছে। অরেঞ্জ কাউন্টিতেও মার্চের ৩০ তারিখের পর গ্যাসোলিনের মূল্য সর্বোচ্চ হয়েছে। ৫ দশমিক ৩ সেন্ট বেড়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৯৭ সেন্টে। গত ১৮ দিনে ১৭ বারের মতো এই মূল্য বৃদ্ধি পেয়েছে ২৮ দশমিক ৬ সেন্ট। মার্চ ১০ তারিখের পর শনিবার সর্বোচ্চ বেড়েছে ৭ সেন্ট। অরেঞ্জ কাউন্টিতে ১ সপ্তাহ আগের থেকে মূল্য বেড়েছে ১৫ দশমিক ৬ সেন্ট, ১ মাস আগের থেকে বেড়েছে ২৩ দশমিক ৩ সেন্ট এবং ১ বছর আগের থেকে মূল্য বেড়েছে ১ ডলার ৮৬৭ সেন্ট। তবে মার্চ ২৯ তারিখের সর্বোচ্চ মূল্যের রেকর্ড ৬ দশমিক ০২৯ ডলার থেকে এখনও মূল্য ৩ দশমিক ২ সেন্ট কম আছে। এদিকে দেশজুড়ে গ্যাসোলিনের মূল্য গড়ে বেড়েছে ১ দশমিক ৮ সেন্ট, যা শনিবারের সর্বোচ্চ মূল্যের রেকর্ড ছাড়িয়ে যায়। এলএবাংলাটাইমস/ওএম