লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বাড়ছে করোনা সংক্রমণ, রোগী বাড়ছে হাসপাতালেও

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে ইতোমধ্যে আগের থেকে অধিক সংখ্যক রোগী ভর্তি হচ্ছে। ফলে বাসিন্দাদের আবারও মাস্ক ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওমিক্রনের উচ্চ সংক্রামক সাবভ্যারিয়েন্ট BA.2 এর কারণে মূলত সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংক্রমণ বাড়ছে। কাউন্টির অধিকাংশ সংক্রমণ এই সাবভ্যারিয়েন্টের কারণে হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এর মধ্যে BA.2 এর বংশবিস্তার দায়ী। গত এক মাস আগের থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্তের হার বেড়েছে ১৭৫ শতাংশ। গত সপ্তাহে গড়ে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ২ হাজার ৯৪৪ জন। এর আগে এক মাস আগে এই সংখ্যার গড় ছিল ১ হাজার ৭১ জন।   লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, ‘ওমিক্রনের সাবভ্যারিয়েন্টগুলো খুবই সংক্রামক বিধায় খুব সহজেই এটি একজনের থেকে অন্যজনের ছড়িয়ে যায়। ফলে জনসমাগম থাকলে খুব দ্রুতই এটি অনেক দ্রুত ছড়িয়ে যেতে পারে’। করোনার আগের ঢেউগুলো লক্ষ্য করে দেখা গেছে করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে-সাথে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়ে যায়। গত সাত দিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার গড় ছিল ২৮৮ জন। এর এক মাস আগে এই সংখ্যাটি ছিল ২৫৩ জন। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি বরং এক মাস আগের থেকে এই সংখ্যা কিছুটা কমেছে। বর্তমানে লস এঞ্জেলেস প্রতিদিন করোনায় মৃতের গড় ৬ জনে নেমে এসেছে। এলএবাংলাটাইমস/ওএম