লস এঞ্জেলেস

১ লাখ ২০ হাজার ডলার জরিমানা পরিশোধ করলেন ট্রাম্প

তদন্তকাজে যথাযথ সহযোগিতা না করায় গত মাসে নিউ ইয়র্কের আদালত ১ লাখ ২০ হাজার ডলার জরিমানা ধার্য করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ মে) সেই জরিমানা পরিশোধ করেছেন তিনি। শুক্রবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের এক মুখপাত্র এই তথ্য জানান। আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্পের এই আদেশ প্রত্যাহারে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে, তার একটি ছিল জরিমানা পরিশোধ। গতকাল নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের কার্যালয় থেকে বলা হয়, ‘বৃহস্পতিবার জরিমানা পরিশোধ করেছেন ট্রাম্প। তবে আদালতের আদেশ প্রত্যাহারের জন্য আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে তাঁকে’। ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে ব্যাংক ও কর কর্তৃপক্ষকে ভুল তথ্য দেওয়া হয়েছে কি না, তা জানতে ওই তদন্ত চলছে। ট্রাম্পের কাছ থেকে এ–সংক্রান্ত নথি চেয়ে ২০২১ সালের ডিসেম্বরে তাঁকে আদালতে তলব করা হয়েছিল। তবে তিনি তাতে সাড়া দেননি। এমন অবস্থায় আদালত অবমাননার কারণে গত ২৫ এপ্রিল ট্রাম্পকে জরিমানা করেন নিউইয়র্কের বিচারপতি আর্থার এনগোরোন। এলএবাংলাটাইমস/ওএম