লস এঞ্জেলেস

স্যান বার্নার্ডিনোয় নৈশপার্টিতে বন্দুক হামলায় মৃত ১, আহত ৮

স্যান বার্নার্ডিনোতে একটি নৈশপার্টিতে বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আটজন। শুক্রবার (২০ মে) এই হামলা ঘটে বলে জানায় স্যান বার্নার্ডিনো পুলিশ ডিপার্টমেন্ট সার্জেন্ট থমাস। থমাস জানান, রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ইস্ট হাইল্যান্ড অ্যাভিনিউ এর ৩৬০০ ব্লকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, হাইল্যান্ড স্কয়ার শপিং সেন্টারের একটি বিজনেস সেন্টারে বৃহৎ জনসমাগম করে পার্টির আয়োজন করা হয়। এর একপর্যায়ে গোলাগুলি শুরু হয়।   থমাস জানায়, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিজনেস সেন্টারের বাইরে গুলিতে মৃত অবস্থায় দেখতে পায়। মৃতের পরিবার জানায়, মৃতের নাম অ্যালেন (২০) । সে দ্য ব্লু ফ্লেইম লাউঞ্জে পার্টিতে অংশ নিতে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি গাড়িতে করে একজনকে এসে গুলি চালাতে দেখেছেন। সেই সাথে রাস্তার অপরপাশে মবিল গ্যাস স্টেশনেও গোলাগুলি হয়। পুলিশ জানায়, লাউঞ্জের ভেতরে অন্তত দুইজন ব্যক্তির মধ্যে বিবাদের জেরে গুলিবর্ষণ শুরু হয়। উভয়পক্ষি একাধিক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে একজনের মৃত্যু হয় এবং অন্তত ৮ জন আহত হয়। এদের অনেকেই নিজেরাই হাসপাতালে চিকিৎসা নিতে যায়। পুলিশ প্রধান ডেভিড গ্রিন জানান, হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম