লস এঞ্জেলেস

এনাহেইম মেয়রের ওপর তদন্ত চালাচ্ছে এফবিআই

এনাহেইম শহরের মেয়র হ্যারি সিধুর ওপর তদন্ত চালাচ্ছে এফবিআই। তাঁর বিরুদ্ধে নির্বাচল চলাকালীন সময় এঞ্জেলেসের থেকে প্রায় ১ মিলিয়ন ডলার অর্থ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এফবিআই কর্মকর্তা ব্রায়ান এডকিনস জানিয়েছেন যে সিধু শহরের প্রশাসন সম্পর্কিত গোপন তথ্য এঞ্জেলেসের ক্রীড়া দলকে টাকার বিনিময়র সরবরাহ করেছে। তদন্তে জানা গিয়েছে  যে সিধু ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা রাজ্যগুলিকে প্রতারণা করার একটি পরিকল্পনায় নিযুক্ত ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে জ্ঞাতসারে, ইচ্ছাকৃতভাবে এবং জালিয়াতি করে একটি হেলিকপ্টার ক্রয় করে তা অ্যারিজোনা রাজ্যের ঠিকানায় নিবন্ধন করেছেন। ক্যালিফোর্নিয়ায় নিবন্ধনের খরচ বেশি হওয়ায় এই কাজ করেছেন বলে ধারণা করা হয়েছে। এছাড়া, সিধু ইচ্ছাকৃতভাবে অরেঞ্জ কাউন্টির এক বিচারকের কাছ থেকে এঞ্জেলেসের স্টেডিয়াম সম্পর্কিত তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত সিধুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়নি। সিধুর সমর্থক কাউন্সিল মেম্বার ওনেইল জানান, এই তদন্তের মাধ্যমে জনগনের ভরসা সিধুর ওপর থেকে উঠে গিয়েছে। একাধিক কাউন্সিলমেম্বার সিধুকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ