লস এঞ্জেলেস

রবিবার পর্যন্ত বন্ধ থাকবে ১০১ ফ্রিওয়ে

রবিবার পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ডাউনটাউন লস এঞ্জেলেস জুড়ে বন্ধ থাকবে ১০১ ফ্রিওয়ে। সড়ক মেরামত ও পুনঃনির্মাণের কারণে সড়কটি বন্ধ রাখা হবে। লস এঞ্জেলেস ব্যুরো অব ইঞ্জিনিয়ারিং এক ঘোষণায় জানায়, শনিবার সকাল ১০টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত ১০১ ফ্রিওয়ে বন্ধ করে রাখা হবে।    কর্তৃপক্ষ জানায়, ১৯৩২ সালে নির্মিত সড়কটি কিছুটা পুরাতন হয়ে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই স্টেট রুট ৬০ এবং ১০ ফ্রিওয়ে ইন্টারচেঞ্জে সংস্কার শুরু হবে। এই বন্ধের সময় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন ১০১ ফ্রিওয়ের স্ট্রেচ জুড়ে স্ল্যাব পরিবর্তনের কাজ করবে। কর্তৃপক্ষ জানায়, বয়েল হাইটসের ভিয়াডাক্ট কনস্ট্রাকশন সাইটের ইস্ট অংশ বন্ধ করে রাখা হবে। এই স্ট্রেচ বন্ধ করে দিলে চালকদের স্টেট রুট ৬০ এর ওয়েস্ট দিকে হয়ে পোমোনা এরিয়াতে ঢুকতে পারবে না।   এলএবাংলাটাইমস/ওএম