লস এঞ্জেলেস

বাড়ছে করোনা: গণপরিবহণে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বহাল থাকছে

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আবারও বাড়ছে। এরই প্রেক্ষিতে পাবলিক ট্রান্সপোর্ট ও ইনডোর ট্রান্সপোর্টেশন হাবগুলোয় মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতার সময়সীমা বর্ধিত করা হয়েছে। শুক্রবার (২০ মে) এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এই বাধ্যবাধকতা উঠে যাওয়ার পরিকল্পনা থাকলেও লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা ২ বছর থেকে বেশি বয়সীদের জন্য এয়ারপোর্ট, বাস টার্মিনাল, ট্রেন এবং সাবওয়ে স্টেশন, সাবওয়ে রেল, বাস, ট্যাক্সি এবং রাইড শেয়ারিং বাহনে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা সময়সীমা বাড়ানোর নির্দেশনা জারি করেছে।   লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, ‘গণপরিবহণে চড়ার ফলে বাসিন্দাদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার শঙ্কা বেড়ে যায়। বদ্ধ স্থানে এই সংক্রমণের সম্ভাবনা আরও বেশি থাকে’। সাম্প্রতিক সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টি করোনার নিম্ন ঝুঁকির ধাপ থেকে মধ্যম ধাপে উঠে গেছে। কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বিষয়টিকে উদ্বেগজনক বলেছেন। এলএবাংলাটাইমস/ওএম