লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২ জনের মৃত্যু

নরদার্ন ক্যালিফোর্নিয়ায় বৃহস্পতিবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, অরভিলের মিউনিসিপাল এয়াপোর্টে ১২টা ৩০ মিনিটে সিঙ্গেল ইঞ্জিন বিচ ১৯এ মডেলের ওই বিমান বিধ্বস্ত হয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি বিমান খাড়া হয়ে মাটিতে বিধ্বস্ত হয়। তবে ওই বিমানে কারা ছিল তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া বিমান বিধ্বস্ত হওয়ার পিছনে আর অন্য কোনো কারণ আছে কী না, সেটি এখনও জানানো হয়নি। নর্থ অব স্যাক্রামেন্টোর এক ঘণ্টার উড্ডয়ন দূরত্ব অরভিল। এলএবাংলাটাইমস/ওএম