লস এঞ্জেলেস

লং বিচে বন্দুক হামলায় মৃত ১, আহত আরেক

লং বিচে শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় বন্দুক হামলায় একজনের মৃত্যু ও এক নারী আহত হয়েছেন। লং বিচ পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, বিকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ১৪ স্ট্রিট অ্যান্ড ওয়ালনাট অ্যাভিনিউ-এ এই হামলার ঘটনা ঘটে। পুলিশ বন্দুক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে শরীরের উপরের অংশে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার শরীরে একাধিক গুলি ছোঁড়া হয়। এর পাশেই গুলিবিদ্ধ অবস্থায় আরেক নারীকে উদ্ধার করা হয়। তার শরীরের উপর ও নিচের অংশে একাধিক গুলি ছোঁড়া হয়। পুলিশ জানায়, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া ওই নারীর বর্তমান শারীরিক অবস্থাও স্থিতিশীল। গোলাগুলির এই ঘটনা নিয়ে লং বিচ পুলিশ ডিপার্টমেন্ট বিভাগ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী ব্যক্তি বিনা উস্কানিতে পুরুষ ব্যক্তির উপর গুলি চালায়। পাশেই অন্য গাড়িতে থাকা নারী সরে যেতে চাইলে তাকেও গুলি ছোঁড়া হয়। এলএবাংলাটাইমস/ওএম