লস এঞ্জেলেস

মা’কে হত্যার পর লাশ টুকরো করে ভাগাড়ে ফেলে দেয় ছেলে!

জন্মদাত্রী মাকে হত্যার পর লাশ টুকরো করে বাড়ির কাছের একটি ভাগাড়ে ফেলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভেনচুরা কাউন্টি শেরিফ অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন। শেরিফ অফিস এক সংবাদ বিবৃতিতে জানান, সকাল ৬টা ৩০ মিনিটে ক্যামারিলোর টাউনসাইট প্রমিনেডের ৩০০ ব্লকের কাছে ডেপুটিরা উপস্থিত হয়ে একটি দেহাবশেষ উদ্ধার করে। ভেনচুরা কাউন্টি মেডিকেল পরীক্ষকরা জানান, দেহাবশেষটি মানুষের ছিল। ৬২ বছর বয়সী টমোকো হোয়েটযলেইন নামের এই নারীকে হত্যা করে তার ছেলে ২৫ বছর বয়সী ডেভিড হোয়েইটযলেইঙ্কে আটক করা হয়। সংবাদ বিবৃতিতে জানানো হয়, মা’কে হত্যার পর মৃতদেহ টুকরো করে কেটে ফেলে ছেলে। এরপর সেটি তাদের বাড়ির কাছের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভাগাড়ে ফেলে দেয়। এই হত্যার অভিযোগে শুক্রবার বাড়ি থেকেই ছেলেকে আটক করে পুলিশ। প্রতিবেশী সূত্র জানায়, হত্যাকারী ছেলেটি এখানেই বাস করতো। পুলিশ অভিযান চালালে সে নিজেকে ঘণ্টাব্যাপী সেখানেই আটকে রাখে। এরপর বিকাল ৩টার ৩০ মিনিটের দিকে পুলিশ তাকে আটক করতে সমর্থ হয়। তবে ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ছেলে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এলএবাংলাটাইমস/ওএম