লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে মাঙ্কিপক্সে সম্ভাব্য আক্রান্ত আরও ২

লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানায়, আরও দুই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সম্ভাব্য লক্ষণ খুঁজে পেয়েছেন তাঁরা। এখন পর্যন্ত এই নিয়ে চারজনের দেহে এই ভাইরাস শনাক্তের সম্ভাব্য খবর পাওয়া গেছে। ভাইরাসে আক্রান্ত নতুন দুইজনের শারীরিক অবস্থা গুরুতর নয় এবং তারা আইসোলেশনে আছেন। এরা দুইজনই সাম্প্রতিক সময়ে ভ্রমণ করে এসেছেন। রোগীদের বিষয়ে এর বেশি অন্য কোনো বৃত্তান্ত প্রকাশ করা হয়নি। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, এখন পর্যন্ত ১ জন ব্যক্তির দেহে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে এবং বাকি ৩ জনের বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি এখনও সাধারণ মানুষের মধ্যে খুব কম রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জ্বর ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয় এবং এরপর শরীরে বিভিন্ন আকারের র‍্যাশ ছড়িয়ে পড়ে। এলএবাংলাটাইমস/ওএম