লস এঞ্জেলেস

৬১ মার্কিনীর ওপর নিষেধাজ্ঞা জারি করবে রাশিয়া

সোমবারে (০৬ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ৬১ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করবে। মস্কো জানিয়েছে যে তাঁরা রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ব্যক্তিদের ওপর ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞার জবাব। নিষেধাজ্ঞার লিস্টে থাকা ব্যক্তিদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই বৃহৎ মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, এনার্জি সেক্রেটারি জেনিফার গ্রানহোম, হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর কেট বেডিংফিল্ড এবং নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংসও এই নিষেধাজ্ঞার অধীনে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ