ক্যালিফোর্নিয়ার কম্পটনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু হয়েছে৷ এই বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনায় মৃত ২ জন হলেন লং বিচের বাসিন্দা ১৮ বছর বয়সী জেনিফার ফ্লোরেস এবং কিউডাহির ২০ বছরের বাসিন্দা মিশেল গঞ্জালেজ।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, রবিবার রাত ১১টা ৪০ মিনিটে উইলমিংটন অ্যাভিনিউ এবং স্টকওয়েল স্ট্রিটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
তদন্তকারী গোয়েন্দা জিয়েটন উইলসন সোমবার বলেন যে একটি নিশান রোঘ গাড়ি উইলমিংটন অ্যাভিনিউ এর সাউথবাউণ্ডে চলছিল। এমন সময় ইস্টবাউন্ড থেকে লাল হোন্ডা সিভিক আসে ও দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে হোন্ডা গাড়িতে থাকা দুইজনেরই মৃত্যু হয়। আর নিশান গাড়ির চালক মৃদু আহত হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম