বৃহস্পতিবারে (১৬ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্র আরব-আমিরাতে, ইরানের এবং চীনের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায় যে তাঁরা হংকং-এর দুইটি কোম্পানি, ইরানের ৩টি কোম্পানি এবং আরব-আমিরাতের ৪টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এর পাশাপাশি চীনা নাগরিক জিনফেং গাও এবং ভারতীয় নাগরিক মোহাম্মদ শহীদ রোকনউদ্দীনর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন,’ যৌথকর্ম পরিকল্পনার সাথে পারস্পরিক লক্ষ্য অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অর্থপূর্ণ কূটনীতির পথ অনুসরণ করছে।‘
অপরদিকে, ইরানের কোম্পানিগুলোর ওপর অবৈধভাবে পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামজাত পদার্থ রপ্তানি করার অভিযোগ এনে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেলসন বলেন,’ আমরা ইরান থেকে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যাল পণ্যের রপ্তানি সীমিত করতে আমাদের নিষেধাজ্ঞার ক্ষমতা ব্যবহার করা চালিয়ে যাব।‘
এলএবাংলাটাইমস/এমডব্লিউ