লস এঞ্জেলেস

গাঁজা চোরাচালানের অভিযোগে প্রাক্তন মার্কিন দূতাবাস কর্মীকে জেলে পাঠিয়েছে রাশিয়া

বৃহস্পতিবারে (১৬ জুন) মস্কোতে এক প্রাক্তন মার্কিন দূতাবাস কর্মীকে বৃহৎ-পরিসরে গাঁজা চোরাচালানের অভিযোগে জেলে পাঠিয়েছে রাশিয়া। মস্কোতে অবস্থিত খিমকি কোর্ট বলে,’ অভিযুক্ত মার্কিন নাগরিক ফোগেল বৃহৎ-পরিসরে গাঁজা চোরাচালানের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন।‘  ফোগেল হলেন সর্বশেষ আমেরিকান যিনি রাশিয়ার আইনি ব্যবস্থায় ধরা পড়েছেন। মস্কো ইউক্রেন আক্রমণ করার পর মস্কো এবং পশ্চিম, বিশেষ করে ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের সময় এই রায়টি আসে। জানুয়ারিতে রাশিয়ান কর্তৃপক্ষ বলেছিল যে ফোগেলকে ২০২১ সালের আগস্টে শুল্ক কর্মকর্তারা নিউইয়র্ক থেকে তার স্ত্রীর সাথে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে আসার পরে গ্রেপ্তার করেছিলেন।.. কর্মকর্তারা বলেন,’ বিমানবন্দরে চেক করার সময় কন্ট্রাক্ট লেন্স কেসে এবং ই-সিগারেট কার্টিজে মাদক লুকানো ছিলো।‘ গ্রেফতারের সময় ফোগেল মস্কোর অ্যাংলো-আমেরিকান স্কুলে একজন শিক্ষক হিসাবে কাজ করছিলেন কিন্তু মার্কিন দূতাবাসে তার পূর্ববর্তী চাকরির কারণে মে ২০২১ পর্যন্ত কূটনৈতিক অনাক্রম্যতা থেকে উপকৃত হন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ