লস এঞ্জেলেস

নিউ ইয়র্কে বন্দুক হামলা: মৃত ১, আহত ৮

নিউ ইয়র্কের হারলেমে একটি ভিড়ের মধ্যে এলোপাতাড়ি বন্দুক হামলায় ১ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। সোমবার (২০ জুন) মধ্যরাতে এই হামলা হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক পুলিশ। পুলিশ জানিয়েছে, এফডিআর ড্রাইভের কাছে এক ফুটপাথে ১২টা ৪০ মিনিটে বন্দুক হামলার তথ্য পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর আরও চারজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ বছর বয়সী একজনের মৃত্যু ঘটে। আহতদের মধ্যে ছয়জন পুরুষ ও ২ জন নারী আছে। পুলিশ কমিশনার কেচিয়ান্ট সিওয়েল জানান, ফাদার্স ডে’তে মানুষ উপভোগ করতে চেয়েছিল। এর মধ্যেই এই হামলা হয়েছে। ঘটনা নিয়ে এখনও তদন্ত করছে পুলিশ। তবে সেখানে কিসের ভিড় ছিল এবং কী কারণে এই হামলা হয়েছে সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, এখনও হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি বা কোনো বৃত্তান্ত জানা যায়নি, তবে ঘটনাস্থল থেকে একটু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম