লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টিতে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স

শুক্রবারে (২৪ জুন) লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে লস এঞ্জেলেস কাউন্টিতে মাঙ্কিপক্স ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। নতুন সংক্রমণ কাউন্টির ভিতরেই ঘটছে। কর্মকর্তারা জানিয়েছে যে ২২জন ব্যক্তি কোনপ্রকার ভ্রমণে না গিয়েও মাংকিপক্সে আক্রান্ত হয়েছে। এটি থেকে ধারণা করা হচ্ছে যে রোগটি লস এঞ্জেলেস কাউন্টির জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়েছে। মাংকিপক্স খুব সহজে ছড়াতে পারে না। শুধুমাত্র ক্ষত, প্রদাহ বা রক্ত, বীর্য ইত্যাদি তরল পদার্থের মাধ্যমে রোগটি ছড়ায়। কর্মকর্তারা জানিয়েছেন যে মাংকিপক্স যে কারো ব্যক্তির হতে পারে। তবে, সমকামী, উভকামী এবং একাধিক ব্যক্তির সাথে যৌন সম্পর্ক স্থাপনকারীদের মাঝে মাংকিপক্সের সংক্রমণের হার অনেক বেশি। এই রোগের ভ্যাকসিন বিদ্যমান কিন্তু সীমিত, তাই সেগুলি বর্তমানে শুধুমাত্র সেই ব্যক্তিদের দেওয়া হচ্ছে যাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন যারা মাংকিপক্সের উপসর্গে ভুগছেন কিংবা মাংকিপক্সে আক্রান্ত হয়েছে তাঁরা যেন অতিদ্রুত নিজেদের নিকটবর্তী স্বাস্থ্যকর্মীর সাথে সাক্ষাৎ করেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ