লস এঞ্জেলেস

ইনফ্লেশন রিলিফ প্যাকেজ ঘোষণা, ডিরেক্ট ডিপোজিট পাবেন ক্যালিফোর্নিয়াবাসী

গভর্নর গেভিন নিউসাম রবিবার জানিয়েছেন চলতি বছর ২০ মিলিয়ন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ডিরেক্ট পেমেন্টের নতুন রাউন্ড পেতে যাচ্ছেন। এটিকে বলা হচ্ছে 'মিডল ক্লাস ট্যাক্স রিবেট'। সর্বোচ্চ ১ হাজার ৫০ ডলার ইস্যু করা হবে বাসিন্দাদের জন্য। যৌথ এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা ও গভর্নর জানান, ইনফ্লেশন রিলিফ প্যাকেজের আওতায় এই অর্থ প্রদান করা হবে। একজন বাসিন্দা মোট কতো পরিমাণ অর্থ পাবেন সেটি নির্ভর করবে হাউজহোল্ড ইনকাম ও কতোজন পোষ্য রয়েছে, তার উপর। একক আবেনকারী: আবেদনকারীর বার্ষিক আয় ৭৫ হাজার হলে পাবেন ৩৫০ ডলার। আবেদনকারীর বার্ষিক আয় ৭৫ হাজার ডলার থেকে ১ লাখ ২৫ হাজার ডলার হলে পাবেন ২৫০ ডলার। আবেদনকারীর বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার হলে পাবেন ২০০ ডলার। আর যারা বছরে ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি আয় করেন, তারা কোনো অর্থ পাবেন না। যৌথ আবেদনকারী: যৌথ আবেদনকারী দুইজনের বার্ষিক আয় একত্রে ১ লাখ ৫০ হাজার ডলার হলে পাবেন ৭০০ ডলার। আবেদনকারী দুইজনের বার্ষিক আয় বছরে ১ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার হলে পাবেন ৫০০ ডলার। যৌথ আবেদনকারী যাদের বার্ষিই আয় একত্রে ২ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ৫ লাখ ডলার, তারা পাবেন ২০০ ডলার। আর যেসব বাসিন্দার একত্রে আয় ৫ লাখ ডলারের বেশি, তারা কোনো অর্থ পাবেন না। এছাড়া যাদের উপর নির্ভরশীল অন্যান্য শিশু বা বৃদ্ধ রয়েছেন, তারা আলাদা বা একত্রে আবেদন করলে আলাদা অর্থ পাবেন। একক আবেদনকারীর উপর নির্ভরশীল: যেসব একক আবেদনকারী ব্যক্তির উপর নির্ভরশীল ব্যক্তি বা পোষ্য আছে, তাদের বার্ষিক আয় যদি ৭৫ হাজার ডলার হয়, তবে তারা আলাদাভাবে ৩৫০ ডলার করে পাবেন। যাদের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার থেকে ১ লাখ ২৫ হাজার ডলার, তারা আলাদাভাবে পাবেন ২৫০ ডলার। যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ১ ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার, তারা আলাদাভাবে পাবেন ২০০ ডলার। যৌথ আবেদনকারীর উপর নির্ভরশীল: যাদের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ডলারের বেশি, তারা আলাদাভাবে পাবেন ৩৫০ ডলার। যাদের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার, তারা পাবেন ২৫০ ডলার। যাদের বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ৫  ডলার, তারা পাবেন ২০০ ডলার। চলতি বছরের অক্টোবর মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। পরের বছরের শুরুর দিকে অর্থ প্রদান শুরু হবে। ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে। এলএবাংলাটাইমস/ওএম