লস এঞ্জেলেস

ইউক্রেনের পাশে থাকবে জি--সেভেন

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জি-সেভেন। পৃথিবীর ধনীতম সাতটি গনতান্ত্রিক দেশের এই সংঘটি সোমবারে (২৭ জুন) বাভারিয়ান আল্পসের এক প্রসাদে বৈঠক করে। তাঁরা যৌথ বিবৃতিতে জানিয়েছে যে তাঁরা ইউক্রেনকে সকল প্রকারের মানবিক, আর্থিক এবং সামরিক সাহায্য করে যাবে। এছাড়া, তাঁরা রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর আর্ন্তজাতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ বজায় রাখবে বলে জানিয়েছে। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা ভিডিও লিঙ্কের মাধ্যমে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির বক্তব্য শোনার পর বিবৃতি প্রকাশ করেছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি খুব স্পষ্টভাবেই বলেছেন যে এখন রাশিয়ার সাথে আলোচনার সময় নয়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ