লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস এয়ারপোর্টের মানোন্নয়নে বরাদ্দ ৫০ মিলিয়ন

লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মান বৃদ্ধি করতে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে বাইডেন প্রশাসন। আর লং বিচ এয়ারপোর্ট পাচ্ছে ১০ মিলিয়ন। গত বছর কংগ্রেস দ্বারা পাশকৃত এবং বাইডেন দ্বারা স্বাক্ষরিত অবকাঠামো বিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য বরাদ্দকৃত এই অর্থের ঘোষণা দিতে চলতি সপ্তাহে লস এঞ্জেলেস ভ্রমণে আসছেন ইউএস ট্রান্সপোর্ট সেক্রেটারি পেট বুটিগেইগ। দেশের বিভিন্ন এয়ারপোর্টের মানোন্নয়ন করতে বাইডেন পাঁচ বছরের জন্য ১ বিলিয়ন ডলার অবকাঠামো কাজ করবন। যাত্রী প্রবেশ, এনার্জি ইফিসিয়েন্সি এবং পার্কিং এর স্থান বৃদ্ধি করতে এই অর্থ খরচ করা হবে। শুক্রবার বুটিগেইগ লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মেট্রো ট্রানজিট প্রজেক্টের উদ্বোধন করবেন বলেও জানা গেছে। এলএবাংলাটাইমস/ওএম