লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া থেকে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার

ইউএস-ম্যাক্সিকো সীমান্ত থেকে আটক করা হয়েছে রেকর্ড আড়াই টন নিষিদ্ধ মাদক মেথামফেটামিনের চালান। চোরাচালানের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহণের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ৭ জুলাই ক্যালিফোর্নিয়া থেকে চালানটি আটক করা হয়। সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়া ইউএস অ্যাটর্নি অফিস জানায়, সীমান্ত দিয়ে চালানের সময় ২০ ফুট বক্সের ভেতর থেকে অবৈধ মাদক আটক করা হয়। মাদক চোরাচালানের দায়ে আটক ৪ জন তিজুয়ানার বাসিন্দা। এদের বয়স ৩৭ থেকে ৪৪ এর মধ্যে। এদের আটক করে পুলিশি জিম্মায় নেওয়া হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদে ১৪৮ বান্ডেল মাদক বক্সের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তল্লাশী করে ৫ হাজার পাউন্ড মেথামফেটামিন উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানায় স্যান দিয়েগো কাউন্টিতে এটিই সর্বোচ্চ আটককৃত মাদকের চালান। চোরাচালানের দায়ে আটক ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী রাফায়েল আলজুয়া, ৪১ বছর বয়স্ক মারিও কন্ট্রেরাস এবং গাল্ড্রিনো কন্ট্রেরাস এবং ৪৪ বছর বয়সী ইথগার ভেলজকুয়েজ। তাদের বিরুদ্ধে মাদক চালানের অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড ও ১০ মিলিয়ন ডলার জরিমানা করা হবে। এলএবাংলাটাইমস/ওএম