রবিবারে (১০ জুলাই) মরেনো ভ্যালিতে ১৫ একর জুড়ে একটি দাবানল দেখা গিয়েছে।
রিভারসাইড কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে যে ফক্স টর্ট লেইনের ১৬০০০নং ব্লকে রাত ৮টা ৪০ মিনিটের দিকে দাবানলটি সম্পর্কে জানা যায়। দাবানলটিকে ‘শেটল্যান্ড ফায়ার’ হিসেবে নামকরণ করা হয়েছে।
রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত দাবানলটির অগ্রগতি থামানো গিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। দাবানলটি কিভাবে শুরু হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ