লস এঞ্জেলেসে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার লস এঞ্জেলেস 'মধ্য সংক্রমণ' থেকে 'উচ্চ সংক্রমণ' এর পর্যায়ে উঠে এসেছে। ফলে খুব শীঘ্রই ইনডোরে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জারি হতে পারে।
কাউন্টিতে যদি টানা দুই সপ্তাহ মানে জুলাই ২৮ তারিখ পর্যন্ত এমন উচ্চ সংক্রমণ থাকে, তবে ইনডোরে মাস্কের ব্যবহারের বাধ্যবাধকতা জারি হতে পারে।
পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'এই সংক্রমণের গতি কমাতে এবং যাদের ঝুঁকি বেশি তাদের নিরাপদ রাখতে ইনডোর মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা জারি হতে পারে'।
ফেরের জানান, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, কাউন্টিতে করোনা পরিস্থিতি উচ্চ ঝুঁকিতে আছে। সাতদিনের গড় বেড়েছে ১ লাখ বাসিন্দার মধ্যে ৩৭০ জন।
এছাড়া হাসপাতালে ভর্তি সংখ্যা বেড়েছে প্রতি লাখে ১০ দশমিক ৫ জনে। ফেরের জানান, গত মাসের থেকে এই সংখ্যা বেড়েছে ৮৮ শতাংশ।
এলএবাংলাটাইমস/ওএম