লস এঞ্জেলেসে কমেছে সেলফ সার্ভিস গ্যাসোলিনের মূল্য। শনিবার ৬ ডলার থেকে ৩ দশমিক ৩ সেন্ট মূল্য কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৯৮৮ সেন্ট। ৩৪ দিনের মধ্যে এই নিয়ে ৩৩ বার মূল্য কমেছে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস সূত্র জানায়, ৩৪ দিনে গড় মূল্য কমেছে ৪৭ দশমিক ২ সেন্ট। এর মধ্যে শুক্রবার কমেছে ৩ দশমিক ৯ সেন্ট।
১ সপ্তাহ আগের থেকে মূল্য কমেছে ১৮ দশমিক ৭ সেন্ট আর ১ মাস আগের থেকে মূল্য কমেছে ৪৬ দশমিক ৬ সেন্ট। তবে এখনো এক বছর আগের থেকে মূল্য বাড়তি রয়েছে ১ ডলার ৬৪ সেন্ট।
অরেঞ্জ কাউন্টিতেও গড় গ্যাসের মূল্য ৩৪ দিনের মধ্যে ৩২ বারের মতো কমেছে৷ ৩ দশমিক ৩ সেন্ট কমে এখন মূল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৮৭৭ সেন্ট, যা ১৪ মে'র পরই সর্বনিম্ন। টানা ৩৪ দিনের মধ্যে মূল্য কমেছে ৫৩ দশমিক ৩ সেন্ট, এর মধ্যে শুক্রবার কমেছে ৩ ডলার ৯ সেন্ট।
১ সপ্তাহ আগের থেকে অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের মূল্য কমেছে ২০ দশমিক ৩ সেন্ট আর ১ মাস আগের থেকে মূল্য কমেছে ৫১ দশমিক ৮ সেন্ট। তবে এখনো এক বছর আগের থেকে মূল্য বাড়তি রয়েছে ১ ডলার ৫৬৭ সেন্ট।
একই সাথে গ্যাসোলিনের ন্যাশনাল এভারেজ মূল্যও আগের থেকে কমেছে। ১ সপ্তাহ আগের থেকে মূল্য কমেছে ১৪ দশমিক ৮ সেন্ট আর ১ মাস আগের থেকে কমেছে ৪৬ দশমিক ১ সেন্ট। ১ বছর আগের থেকে মূল্য বেশি আছে ১ ডলার ৩৮৫ সেন্ট।
এলএবাংলাটাইমস/ওএম