লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে সূত্রপাত হওয়া দাবানল পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। কর্তৃপক্ষ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার কিছু অংশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) শুরু হওয়া দাবানলটিকে ওক ফায়ার বলা হচ্ছে। এটির আয়তন ক্রমেই বাড়ছে এবং ২৪ ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, এই দাবানলে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে তাই এটি নিয়ন্ত্রণ খুব কঠিন হয়ে গেছে। ইতোমধ্যে দাবানলের আগুনে ১০টি বাড়ি পুড়ে গেছে। এছাড়া আরও ৩ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) সূত্র জানায়, ইতোমধ্যে ১১ হাজার ৯০০ একর জমি পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রে চলমান ওক ফায়ারটিই বর্তমানে সবচেয়ে বৃহৎ। মারিসোপা কাউন্টিতে ইতোমধ্যে স্টেট অব ইমার্জেন্সি জারি করা হয়েছে। এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, অতিরিক্ত গরম ও শুষ্কতার কারণে দাবানলের সূত্রপাত হয়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে বিশ্বের সবচেয়ে বৃহৎ ও পুরাতন কিছু শতবর্ষী গাছ রয়েছে। গতবছর দাবানলে এগুলো হুমকির মুখে পড়ে যায়। এলএবাংলাটাইমস/ওএম