ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট পার্কের কাছে শুরু হওয়া দাবানলের তীব্রতা খুব দ্রুতগতিতে বাড়ছে বলে জানায় দমকল বিভাগ।
তাপমাত্রা অত্যন্ত বেশি হওয়ায় উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যহত হচ্ছে বলেও জানায় দমকল কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সোমবার জানায়, এখন পর্যন্ত ওক ফায়ারে ১৬ হাজার ৭৯১ একর জমি পুড়েছে। মাত্র ১০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এখন পর্যন্ত।
দাবানলের তীব্রতায় এখন পর্যন্ত ৬ হাজার বাসিন্দাকে অন্যত্র সরে যেতে হয়েছে। তাদের অধিকাংশ সাময়িক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
ম্যারিসোপা কাউন্টি কর্তৃপক্ষ বাসিন্দাদের আশ্রয় দিতে ইমার্জেন্সি ইভাক্যুয়েশন সেন্টার চালু করেছে।
এলএবাংলাটাইমস/ওএম