লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য কমেছে আরও

টানা ৪৬ দিনের মতো লস এঞ্জেলেস কাউন্টিতে কমেছে গ্যাসোলিনের গড় মূল্য। শনিবার (৩০ জুলাই) জ্বালানির মূল্য ১ দশমিক ৮ সেন্ট কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫৮ ডলারে। মার্চ ৯ এর পর থেকে এটিই সর্বনিম্ন মূল্য। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল ইনফরমেশন সার্ভিস জানায়, গত ৪৬ দিনে গ্যাসোলিনের মূল্য কমেছে ৮০ দশমিক ৪ ডলার। এর মধ্যে শুক্রবারে কমেছে ২ দশমিক ৩ সেন্ট। লস এঞ্জেলেসে ১ সপ্তাহ আগের থেকে জ্বালানির মূল্য কমেছে ১৪ দশমিক ৪ সেন্ট, ১ মাস আগের থেকে মূল্য কমেছে ৬৬ দশমিক ৯ সেন্ট। কিন্তু এখনও ১ বছর আগের থেকে জ্বালানির মূল্য বাড়তি আছে ১ দশমিক ২৯৩ ডলার। এর আগে জুন ১৪ তারিখে সর্বোচ্চ মূল্য হয়েছিল রেকর্ড ৬ দশমিক ৪৬২ সেন্ট। এছাড়া টানা ৪৬ দিনের মতো অরেঞ্জ কাউন্টিতেও কমেছে গ্যাসোলিনের গড় মূল্য। শুক্রবার ২ দশমিক ৩ সেন্ট কমে মূল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৫৫৮ সেন্ট, যা মার্চ ৮ এর পর সর্বনিম্ন মূল্য। গত ৪৬ দিনে কমেছে ৮৬ সেন্ট। অরেঞ্জ কাউন্টিতে গত ১ সপ্তাহের আগের থেকে মূল্য কমেছে ১৪ দশমিক ৮ সেন্ট, ১ মাস আগের থেকে কমেছে ৬৮ দশমিক ৪ সেন্ট। তবে ১ বছর আগের থেকে মূল্য বাড়তি রয়েছে ১ দশমিক ২২২ ডলার। জাতীয় গড় মূল্য ১ সপ্তাহ আগের থেকে কমেছে ১৫ সেন্ট এবং ১ মাস আগের থেকে কমেছে ৬২ দশমিক ৫ সেন্ট। তবে ১ বছর আগের থেকে এখনও ১ দশমিক ০৬৪ সেন্ট মূল্য বেশি রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম