লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ২ জনের মৃত্যু হয়েছে। দাবানলের প্রকোপে হাজারও বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রাইভওয়েতে দাবানল ছড়িয়ে গেলে গাড়িতে থাকা ২ জনের মৃত্যু হয়েছে। এদের মৃত অবস্থায় পরে উদ্ধার করা হয়। সিসকিইউ কাউন্টি শেরিফ জেরেমিয়াহ লারউই জানান গাড়ি থেকে ওই দম্পতি পালাতে চেষ্টা করেছিল। শেরিফ জানান, ইতোমধ্যে দাবানলে ৫৫ হাজার একর জমি পুড়ে গেছে। এটি ক্যালিফোর্নিয়ার এই বছরের সবচেয়ে বড় দাবানল। এখন পর্যন্ত মৃত দুইজনের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। পরিবার তাদের মৃতদেহ শনাক্ত করার পর এসব প্রকাশ করা হবে৷ ক্যালিফোর্নিয়া গভর্নর ইতোমধ্যে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। গত শুক্রবার শুষ্ক পরিবেশ থেকে এই দাবানলের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের আগুন নিয়ন্ত্রণে ৬৫০ জন দমকলকর্মী কাজ করছেন। সোমবার পর্যন্ত আগুন একদমই নিয়ন্ত্রণে আসেনি। তবে মৃদু বৃষ্টিপাতে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। দাবানলের কারণে এর আশেপাশের অঞ্চলের ২ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম