লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কাজ পেতে লাগবে না নাগরিকত্ব

লস এঞ্জেলেস কাউন্টিতে এখন নাগরিকত্ব ছাড়াই চাকরি পাওয়া সম্ভব হবে। দ্য লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজরস ভোটাভুটির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করেছেন। তবে যেসব পদে রাজ্য ও ফেডারেল আইন অনুসারে শুধু নাগরিকদের নিয়োগ দেওয়া যাবে, সেসব পদে নাগরিকত্ব ছাড়া চাকরি পাওয়া যাবে না। চেয়ার হিল্ডা এল সলিস এবং শেইলা কুহেল এই প্রস্তাবনা উত্থাপন করেন। এর স্বপক্ষে ভোট দেন লস এঞ্জেলেস বোর্ড অব সুপারভাইজর সদস্যরা। সলিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৮ সালে ৮ লাখ ৮০ হাজার মানুষ লস এঞ্জেলেসকে বাসের জন্য বেছে নিয়েছেন তবে তাদের কাজ পেতে অসুবিধার মুখে পড়তে হয়েছে। তাই এই প্রস্তাবনা পাশ করা হয়। এলএবাংলাটাইমস/ওএম