লস এঞ্জেলেস

সিটি কাউন্সিলে পাশ গৃহহীন আইন: বিরোধীদের বিক্ষোভ

লস এঞ্জেলেস সিটি কাউন্সিল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান এবং ডে কেয়ার সেন্টারের ৫০০ ফিটের মধ্যে গৃহহীন তাঁবু স্থাপনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই সিদ্ধান্তের পরপরই আন্দোলনকারীরা বিক্ষোভ প্রকাশ করেছেন। কাউন্সিল ১১-৩ ভোটে শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানে ঘুমানো, বসা কিংবা তাঁবু স্থাপনের উপর নিষেধ জারি করে। তবে ভোটের আগে এই সংক্রান্ত আলোচনা শুরু হলে কয়েক ডজন বিক্ষোভকারী বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ হস্তক্ষেপ করে কাউন্সিল চেম্বার খালি করেন। এই সময় এক আন্দোলনকারীকেও আটক করা হয়। এই প্রস্তাবনাটি প্রাইভেট এবং পাবলিক উভয় স্কুলের জন্য প্রযোজ্য। গত সপ্তাহের ভোটের মধ্যেও বিক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তবে প্রস্তাবনাগুলো পাশ করতে লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেটির স্বাক্ষর প্রয়োজন হবে। লস এঞ্জেলেস সিটিতে ৭৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানায় লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট। এছাড়া ডে কেয়ার সেন্টার রয়েছে আরও ১ হাজার। এই বিলের সমর্থকেরা জানিয়েছেন, স্কুলগামী শিশুদের জন্য এসব তাঁবু শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে৷ বিশেষ করে মাদক ও মানসিক অসুস্থতা শিশুদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে এই বিলের বিরোধীরা বলছেন এই বিল পাশের ফলে গৃহহীনদের মধ্যে অপরাধপ্রবণতা আরও বাড়বে। এলএবাংলাটাইমস/ওএম