লস এঞ্জেলেস

ডেথ ভ্যালিতে আকস্মিক রেকর্ড বৃষ্টি, বন্যা

ক্যালিফোর্নিয়ার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত বিশ্বের শুষ্কতম অঞ্চল ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদ এবং স্থানীয় কর্মকর্তারা বৃষ্টি-বন্যার এই বিপর্যয়কে '১,০০০ বছরে একবার হওয়া ঘটনা' হিসেবে আখ্যা দিয়েছেন। ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার বিশ্ব রেকর্ড গড়েছিল। সেন্টিগ্রেডের হিসাবে যেটি প্রায় ৫৪ ডিগ্রি! বিশ্বের উষ্ণতম সেই স্থানে এবার দেখা দিল বন্যা। গত ১,০০০ বছরে চতুর্থ বার বন্যার দেখা মিললো ডেথ ভ্যালিতে। তবে পানির পরিমাণ ও ভয়াবহতার দিক দিয়ে এবারেরটিই সর্বোচ্চ। শুক্রবার মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতেই বানের জলে ভাসলো ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা।

নাসার আর্থ অবজারভেটরির বিশেষজ্ঞরা বলছেন, সারা বছরজুড়ে গড়ে এখানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তার প্রায় ৭৫ ভাগ এবার কেবল একদিনেই হয়ে গেছে। গত ৮৬ বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো বৃষ্টি হল ডেথ ভ্যালিতে। গেল শতাব্দীতে দুইবার, ১৯৩৬ এবং ১৯৮৮ সালে বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এই উপত্যকা। আর এবার একেবারে বন্যার পানিতে ভাসলো পৃথিবীর উষ্ণতম স্থান। প্রাকৃতিক এ বিপর্যয়ের ফলে গত কয়েক দিনে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ভেরতে এক হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন। পানিতে ভেসে গেছে রাস্তাঘাট এবং বেশ কিছু যানবাহন। পুরো এলাকা কাদা-পানিতে ভরে যাওয়ায় উদ্ধারের কাজেও দেরি হচ্ছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। এলএবাংলাটাইমস/ওএম