লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বিনামূল্যে খাবার পাবে স্কুলগামী শিশুরা

ক্যালিফোর্নিয়ায় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি কিংবা খাদ্যের অনিশ্চয়তা বাড়লেও শিক্ষাব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। ক্যালিফোর্নিয়ায় এই স্কুলবর্ষের শুরুতে সকল স্কুলের শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করছে। এটিকে ইউনিভার্সাল মিলস প্রোগ্রাম বলা হচ্ছে। এই প্রোগ্রাম সকল স্কুলগামী শিক্ষার্থীদের স্কুল থেকে খাবার নিশ্চিত করবে। এটি ক্যালিফোর্নিয়ার স্কুলগামী শিক্ষার্থীদের জন্য একটি বড় পাওনা। ইতোমধ্যে প্রয়োজনের তাগিদে মারকেড ইউনিয়ন হাই স্কুল ডিস্ট্রিক্টে ফ্রি ব্রেকফাস্ট ও লাঞ্চ প্রদান শুরু করে দিয়েছে। এখন ক্যালিফোর্নিয়ার সকল স্কুলের শিক্ষার্থীরা দুপুরে বিনামূল্যে স্কুল থেকে খাবার পাবে। পরিসংখ্যান বলে, ক্যালিফোর্নিয়ায় প্রতি ৫ জনের ১ জন পরবর্তী খাবার ব্যবস্থা নিয়ে অনিশ্চিত জীবন কাটায়। গত জুলাই ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এই বিলটিতে স্বাক্ষর করেন। এলএবাংলাটাইমস/ওএম