লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বাগানে পানি দেওয়া যাবে না ১৪ দিন

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার লাখো বাসিন্দাকে আগামী মাসে দুই সপ্তাহ বাগানে পানি দেয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পানি স্বল্পতা অথবা খরার জন্য অনুরোধটি করা হয়নি। কর্তৃপক্ষ জানায়, ওই সময়ে মেট্রোপলিটন ওয়াটার ডিস্ট্রিক্ট থেকে বড় একটি পাইপলাইন বন্ধ করে সেটি মেরামত করা হবে। তবে ওয়াটার ডিস্ট্রিক্ট থেকে একটি অল্টারনেটিভ ওয়াটার সাপ্লাই চালু করা হবে তবে সেটি খুবই সীমিত থাকবে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার খরা পরিস্থিতি অবনতির দিকে রয়েছে। ৬ সেপ্টেম্বর থেকে মেট্রোপলিটন ওয়াটার ডিস্ট্রিক্টের ৪ মিলিয়ন গ্রাহককে ১৫ দিনের জন্য বাগানে না দিতে পরামর্শ জানিয়েছেন। এর মধ্যে মালিবু এবং কালাবাসাস, বুরব্যাংক, গ্লেনডেল, পাসাডিনা, বেভারলি হিলস, টরেন্স, ইংল্যাউড, লং বিচ, ডাউনি অ্যান্ড পমোনা এবং ফুটহিল কমিউনিটির বাসিন্দারা রয়েছেন। তবে লস এঞ্জেলেস কাউন্টিতে এই নির্দেশনা বলবত হবে না। লস এঞ্জেলেস শহরের নিজস্ব ওয়াটার অ্যান্ড পাওয়ার ডিপার্টমেন্ট রয়েছে। এই বছরের শুরুতে পাইপলাইনে একটি লিক শনাক্ত হয়। সেটি সাময়িক সময়ের জন্য মেরামত করা হলেও এখন স্থায়ী মেরামতের প্রয়োজন হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম