পাঁচদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হচ্ছে ২১০ ফ্রিওয়ের একটি স্ট্রেচ। ইরউইনডেলের উভয় সাইডেই সকাল ৫টা থেকে যান চলাচল শুরু হয়েছে।
ক্যালট্র্যান্স অফিস জানায়, রাতদিন কাজ করে কর্মীরা ৬০৫ ফ্রিওয়ে অ্যান্ড ইরউইনডেল অ্যাভিনিউ হাইওয়ে ও সকল লেন রিস্টোর করা হয়েছে।
তবে স্যান গ্যাব্রিয়েল রিভার ব্রিজের ব্যারিয়ার নির্মাণে রাতজুড়ে কাজ অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বছরের শেষে প্রজেক্টটি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ব্রিজ ও ফ্রিওয়ের মানোন্নয়ন করার জন্য এই সড়ক বন্ধ রাখা হয়।
এই প্রজেক্টের জন্য ৩০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ অর্থ দিয়ে ব্রিজের রেলিং, কনক্রিট মেডিয়ান এবং স্ট্রম ড্রেনেজ সিস্টেম মানোন্নয়ন করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম