লস এঞ্জেলেস

মদ খেয়ে গাড়ি দুর্ঘটনা, আটক শেরিফ অফিস ডেপুটি

মাতাল অবস্থায় পেট্রোল গাড়ি চালিয়ে দুর্ঘটনার পর গা ঢাকা দেওয়ার অভিযোগে এক লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডেপুটিকে আটক করা হয়েছে। গত শুক্রবার (২৬ আগস্ট) রাতে পিকো ক্যানইয়ন রোড অ্যান্ড সাউদার্ন ওকস ড্রাইভে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে সিসিফুটেজের বরাতে দেখা গেছে, পেট্রোল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝোপঝাড়ে ধাক্কা খায়। দুর্ঘটনার পর পরিত্যাক্ত অবস্থায় গাড়িটিকে উদ্ধার করা হলেও কার্লোস লোপেজ নামের ওই ডেপুটি গা ঢাকা দেন। পরে দুর্ঘটনাস্থল থেকে ১ মাইলের বেশি দূর থেকে তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে এম্বুলেন্সে করে হেনরি ম্যায়ো হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, দুর্ঘটনায় ডেপুটি বড় কোনো আঘাত পাননি। পরবর্তীতে আরেক বিবৃতিতে জানানো হয়, তদন্তের স্বার্থে ওই ডেপুটিকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বেশি বিস্তারিত আর জানানো হয়নি। এদিকে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। এলএবাংলাটাইমস/ওএম